• ঢাকা
  • সোমবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং
চরমাধবদিয়া ইউনিয়ন আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুর সদরের চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে চরমাধবদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি খন্দকার নজরুল ইসলামের সভাপতিত্বে মঙ্গলবার রাতে মমিনখার হাট ময়জুদ্দীন- চরমাধবদিয়া উচ্চবিদ্যালয় মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি , , ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী,ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মোহাম্মদ নাছির এ সময় ,চর মাধবদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা হারিয়েছি ‌ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে৷ জাতির পিতার স্বপকে বাস্তবায়ন করার জন্য এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন৷

আজ দেশের মধ্যে ও দেশের বাহিরে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এরই ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারীরা ২০০৪ সালের ২১শে আগষ্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেও সফল হতে পারে নাই৷ নেতৃবৃন্দ বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কে বিজয়ী করার আহ্বান জানান।
একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী ‌ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ‌ আহ্বান জানান।
পরিশেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।