জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির উদ্যোগে মঙ্গলবার ১১ টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএডিসির যুগ্ম পরিচালক আব্দুস সামাদ খান, ও সিনিয়র সহকারী পরিচালক মনোয়ার হোসেন খান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক আব্দুস সামাদ খান, উপ-পরিচালক মাহমুদুল হাসান মিয়া, যুগ্ম পরিচালক কামাল উদ্দিন, সিবি এর কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিজু, ফরিদপুর জেলা সিবি এর সভাপতি এ কে এম রেজাউল আলম, ফরিদপুর জেলা সিবি এর নেতা জিল্লুর রহমান,যুগ্ম সম্পাদক আব্দুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। আমরা স্বাধীনতা পেতাম না,তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
একইসাথে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।