• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ফরিদপুরে বিএডিসির মানববন্ধন

মানিক কুমার দাস, ফরিদপুর : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ফরিদপুরে বিএডিসির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির উদ্যোগে মঙ্গলবার ১১ টায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএডিসির যুগ্ম পরিচালক আব্দুস সামাদ খান, ও সিনিয়র সহকারী পরিচালক মনোয়ার হোসেন খান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন যুগ্ম পরিচালক আব্দুস সামাদ খান, উপ-পরিচালক মাহমুদুল হাসান মিয়া, যুগ্ম পরিচালক কামাল উদ্দিন, সিবি এ‌র কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান মিজু, ফরিদপুর জেলা সিবি এর সভাপতি এ কে এম রেজাউল আলম, ফরিদপুর জেলা সিবি এর নেতা জিল্লুর রহমান,যুগ্ম সম্পাদক আব্দুর রহমান প্রমূখ।
সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না। আমরা স্বাধীনতা পেতাম না,তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
একইসাথে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।