বোয়ালমারীতে ইটভাটার ট্রলির চাপায় কৃষকের মৃত্যু
মোঃ নুর ইসলাম,বোয়ালমারী,ফরিদপুর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামে শনিবার (২৮.০৩.২০) রাতে ইটভাটার ট্রলির চাপায় তৈয়ব মোল্যা (৪০) নামের এক কৃষকের মুত্যু হয়েছে। কৃষক ওই গ্রামের বাসিন্দা। কৃষকের মামা শেখর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ইউপি সদস্য মো. ওবায়দুর রহমান সরদার জানান, শনিবার রাত ৮টার দিকে চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে অবস্হিত জুয়েল ইটভাটার ট্রলিতে পিকেট নিয়ে তেলজুড়ী পূর্বপাড়া ডাঙ্গীর ব্রীজের উপর দিয়ে যাওয়ার সময় ওই কৃষককে চাপা দেয়।
এ সময় তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে আনার পর অবস্হার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান বলেন, লাশ ফরিদপুর কোতয়ালী থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্ত করবে। ##