• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
মেয়ের জন্যই অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেন না অভিষেক

সিনেমাতে খুব একটা নিয়মিত দেখা যায় না বলিউড অভিনেতা অভিষেক বচ্চনকে। এমনকি দেখা গেলেও বর্তমান সময়ে চরিত্রের ক্ষেত্রেও খানিকটা পরিবর্তন এনেছেন তিনি। কিন্তু কেন হঠাৎ এই পরিবর্তন? সম্প্রতি এক সাক্ষাতকারে সেই কারণ জানালেন অভিষেক।

সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছেন, মূলত মেয়ের জন্যই তিনি সিনেমার চরিত্রে পরিবর্তন এনেছেন। এমনকি মেয়ের জন্য একটি প্রতিজ্ঞা করেছেন অভিষেক, আর তা হলো কখনোই সিনেমায় আর অন্তরঙ্গ দৃশ্য করবেন না তিনি।

অভিষেক জানান, কিছু নির্দিষ্ট সিনেমা ও দৃশ্য আমি কখনোই করতে স্বস্তিবোধ করি না। আমি এমন কিছু করব না, যা দেখে আমার মেয়ে অস্বস্তিবোধ করবে এবং তার মনে প্রশ্ন জাগবে, ‘এগুলো কী হচ্ছে?’

তিনি আরও জানান, ‘আমি রোমান্টিক দৃশ্যগুলোর সময় খুবই অস্বস্তিবোধ করি। কোনো অন্তরঙ্গ দৃশ্যে স্বস্তিবোধ করি না। আমার মনে হয়, তার চেয়ে না করাই ভালো। সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগেই পরিচালককে বলে দেই, কোনো অন্তরঙ্গ দৃশ্য থাকলে আমি তা করব না, সুতরাং সিদ্ধান্ত আপনার।’

এই শর্তের কারণে অভিষেকের অনেক সিনেমা হাতছাড়া হয়েছে উল্লেখ করে তিনি জানান, ‘আমার কোনো অনুশোচনা নেই। কারণ আমার কিছু ক্রিয়েটিভ দর্শন ছিল, অন্যদিকে প্রযোজক-পরিচালকদেরও কিছু চিন্তাভাবনা থাকে, তারা সমঝোতা করতে চায়নি এবং আমিও সিদ্ধান্তের প্রতি পুরো শ্রদ্ধাশীল ছিলাম।’

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।