• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
বাড়ির পাশের ডোবায় মিললো নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
বাড়ির পাশের ডোবায় মিললো নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ
পটুয়াখালীর গলাচিপায় নিখোঁজের দুইদিন পর অষ্টম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুন) সকালে উপজেলার গোলখালী ইউনিয়নের মুশুরীকাঠী স্লুইজ গেট সংলগ্ন এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। জানা গেছে, নিহত আফসানা আক্তার মিম (১৩) ওই এলাকার হুমায়ুন সিকদারের মেয়ে এবং মুশুরীকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও মৃতের পারিবার সূত্রে জানা যায়, রোববার (২৬ জুন) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে মিম। সকালে মিমের মা মিমকে ঘরে না দেখতে পেয়ে বাড়ির লোকজন ও আত্মীয়-স্বজনকে বিষয়টি জানায়। তবে অনেক খোঁজাখুঁজি করে গত দুইদিনেও তাকে খুঁজে পায়নি পরিবার।
স্থানীয়রা জানান, বুধবার সকালে তারা বাড়ির পার্শ্ববর্তী ডোবায় মিমের মরদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার হোসেন জানান, স্কুলছাত্রী মিম নিখোঁজের ঘটনায় গত সন্ধ্যায়ই তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। সকালে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। কিভাবে এই মৃত্যুর ঘটনা ঘটলো তার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।