সুমন ভূইয়া সাভারঃ
পিরোজপুর সদর উপজেলায় করোনার সংক্রমণ শনাক্ত এক যুবক তার কর্মস্থলে যোগ দিতে ঢাকার আশুলিয়া এলাকায় অবস্থান করেছেন। তার গ্রামের বাড়ি উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পশ্চিম চালিতাখালী গ্রামে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এ ঘটনায় ওই এলাকায় করোনা শনাক্ত ওই যুবকের বাড়িসহ পাশের আরেকটি বাড়ি লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নুরুল ইসলাম বাদল।
পিরোজপুর জেলা হাসপাতালের সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকি জানান, গত সোমবার (২৭ এপ্রিল) দিনগত রাতে পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পশ্চিম চালিতাখালী গ্রামের এই যুবকের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এর আগে তিনি গত ৯ এপ্রিল সকালে ঢাকা থেকে পিরোজপুরের গ্রামের বাড়িতে আসেন। পরে ঢাকা থেকে তার আসা খবর পেয়ে ২২ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে রিপোর্ট পাঠানো হয়।
এদিকে, করোনা শনাক্ত ওই যুবকের বাবা জানান, তার ছেলে গত ২৫ এপ্রিল (শনিবার) ঢাকায় তার কর্মস্থলে যোগ দিতে গেছেন।
করোনা শনাক্ত ওই যুবকের মোবাইলফোনে কথা হলে তিনি জানান, তিনি শারীরিকভাবে এখন সুস্থ আছেন। ঢাকা থেকে তিনি ৯ এপ্রিল পিরোজপুরের গ্রামের বাড়িতে গেলে গ্রামের লোকজন তাকে বাড়িতে থাকার জন্য অনুরোধ করেন। তখন তিনি বাড়িতেই ছিলেন। পরে গত ২২ এপ্রিল চিকিৎসকরা গিয়ে তার করোনার নমুনা সংগ্রহ করেন।
সেসময় তিনি অসুস্থ ছিলেন না। তাই ২৫ এপ্রিল কর্মস্থলে যোগ দিতে ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় আসেন। পরে সেখান থেকে আসার পর তিনি তার ভাড়া বাড়িতে উঠলে রাতে পিরোজপুর থেকে ফোন করে পুলিশ তাকে জানায় তার করোনা ভাইরাসের রিপোর্ট পজেটিভ এসেছে। তাই তাকে ঘরের ভেতরেই থাকতে হবে।
তিনি আরো জানান, করোনা ভাইরাস পরীক্ষা পজেটিভ আসছে জানার পর থেকেই তিনি ঘরেই অবস্থান করছেন। তার অফিসকেও বিষয়টি জানিয়েছেন তিনি। এছাড়া তিনি বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন তার কোনো জ্বর, গলাব্যথা বা করোনার সংক্রমণের কোনো উপসর্গ নেই।