• ঢাকা
  • শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং
নাটোরে জেলা প্রশাসকসহ স্বাস্থ্য ও পুলিশের শীর্ষ কর্মকর্তা করোনা আক্রান্ত

নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজসহ স্বাস্থ্য ও পুলিশের শীর্ষ কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ সকালে সিভিল সার্জন কার্যালয়ে ঢাকা থেকে প্রাপ্ত নমুনা পরীক্ষার প্রকাশিত ফলাফলে নতুন আক্রান্ত ৩৪ জনের তালিকায় তাদের নাম রয়েছে। তবে সবাই সুস্থ্য রয়েছেন।

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টেকনোলজিষ্ট হাফিজুর রহমান জানান, ১৯ জুলাই জেলা থেকে প্রেরিত করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল গতকাল মঙ্গলবার রাতে পাওয়া যায়। প্রাপ্ত ফলাফলে ৩৪ জনের করোনা পজিটিভ হয়েছে। করোনা পজিটিভের তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ, সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান ও জেলা পুলিশের নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত। অতিরিক্ত পুলিশ সুপার তাঁর বাড়ির চার সদস্যসহ আক্রান্ত হয়েছেন।

আজ বুধবার পর্যন্ত নাটোর জেলায় কোভিড-১৯ প্রমাণিত মোট ৪৩৯ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ২১২ জন। বর্তমানে আক্রান্তের সংখ্যা ২২৭ জন। আইসোলেশ থেকে ১৮ জন ছাড়পত্র পাওয়ার পরে বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৩৪ জন। হাসপাতালে ভর্ত্তি আছেন মোট ১৮ জন বলে জানিয়েছেন নাটোর আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মোঃ আনছারুল হক।

জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুসরণ করে আজ থেকে বাড়িতে আইসোলেশনে থাকছি। করোনা ভাইরাস সংক্রমণের কোন উপসর্গ শরীরে নেই। নাটোরের মানুষকে নিরাপদে রাখতে আগের মতই প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।