• ঢাকা
  • শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং
এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন’র ৯ম বার গণিতে স্বর্ণ পদক বিতরণ

নিজস্ব প্রতিবেদক:-

২৯ মার্চ, ২০২২ : আজ এক বর্ণিল অনুষ্ঠানে সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুরে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে গণিতে শ্রেষ্ঠ ফল অর্জনকারী ২-জন শিক্ষার্থীকে এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়। কৃতি শিক্ষার্থীদের মধ্যে, পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
শিক্ষাব্রতী দাতব্য প্রতিষ্ঠান এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৪ সাল থেকে এ পুরস্কার দেয়া হয়ে আসছে। ২০১৮ সালের স্নাতকোত্তর পরীক্ষায় গণিতে এই কলেজ থেকে শ্রেষ্ঠ ফল লাভের জন্য এ বছর এক ভরি ওজনের স্বর্ণপদক ও নগদ ১৫,০০০ টাকা লাভ করেন তুহিন মন্ডল। ২০১৯ সালে অনুষ্ঠিত স্নাতক পর্যায়ের পরীক্ষায় শ্রেষ্ঠ অর্জনকারী হিসাবে সম পরিমান স্বর্ণের পদক ও নগদ ১০,০০০ টাকা পুরস্কার লাভ করেন তানজিনা আক্তার।
সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর-এর শহরস্থ আদি ভবনে, গণিত বিভাগের প্রধান অধ্যাপক কাজী বেলায়েত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন অধ্যক্ষ অধ্যাপক অসীম কুমার সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যাপক শিপ্রা রায়, সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ, ফরিদপুর জেলা শাখা, লোনা টি. রহমান, প্রতিনিধি এ.এফ. মুজিবুর রহমান ফাউন্ডেশন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক এস. এম আব্দুল হালিম এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আযম। কলেজের গণিত বিভাগের শিক্ষক মন্ডলি, শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবর্গ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।