মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর)সংবাদদাতা-২৯/১২/২০২৩
ফরিদপুরের ভাঙ্গায় শুক্রবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে সুষ্ঠ, শান্তিপুর্ন ও ভোটারদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনের লক্ষে উদ্বুদ্ধকরন সভা অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা মোঃ কামরুল আহসান তালুকদার। সভায় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সংবাদকমর্ী সহ সমাজের গন্য মান্য ব্যক্তিবর্গর উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, কেহ যদি ভোটের ব্যালট ছিনতাইর চেষ্টা করেন তারা মনে রাখবেন আমাদের বুলেটও কিন্তু বসে থাকবেনা। সুষ্ঠ ভোটের বিপক্ষে যেই অবস্থান নিবেন তার পরিনতি হবে ভয়াবহ। তাই আপনারা স্ব স্ব এলাকায় গিয়ে আমাদের ম্যাসেজ পৌছে দিবেন। একই সাথে আগামী ৭ জানুয়ারী ভোটের দিন সকলেই যাতে ভোট দিতে কেন্দ্রে যায় তার জন্য বলবেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা বি,এম, কুদরত-এ-খুদার সভাপতিত্বে অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, নিবার্চনি আঞ্চলিক কর্মকর্তা দুলাল তালুকদার, জেলা নিবার্চনি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা সহকারি কমিশনার(ভুমি) মেশকাতুল জান্নাত রাবেয়া প্রমুখ।