মোঃ রমজান সিকদার, ভাঙ্গা (ফরিদপুর )প্রতিনিধি-২৯/৩/২২
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিম্নআয়ের মানুষের মাঝে সরকার নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে। গত কয়েকদিন যাবত নিম্নআয়ের মানুষেরা এসব পণ্য হাতে পেয়ে সরকারকে সাধুবাদ জানিয়েছে। মঙ্গলবার এরই ধারাবাহিকতায় হামিরদী ইউনিয়ন পরিষদে শত শত সাধারণ মানুষ স্বল্পমূল্যে টিসিবির পণ্য পেয়ে বেজায় খুশি। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন জানায় ভাঙাতে ১১৩৯০ জন স্বল্প আয় মানুষের মাঝে টিসিবির পণ্য বেশ কয়েকদিন যাবৎ বিতরণ করা হচ্ছে
। অত্যন্ত সুশৃংখলভাবে এসব পণ্য মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। টিসিবির পণ্য বিতরণ চলমান থাকবে। টিসিবির পণ্য নিয়ে কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এজন্য আমি প্রতিদিনই টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকি। টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান উপস্থিত হয়ে বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিয়ন্ত্রণে রাখতে স্বল্পআয়ের মানুষের মাঝে টিসিবির মাধ্যমে পণ্য বিতরণ করছেন। এতে করে সমাজের অনেকেই উপকৃত হচ্ছে। ভাঙাতে টিসিবির পণ্য বিতরনের পর বাজারের ঊর্ধ্বগতিতে কিছুটা নিয়ন্ত্রণ বলে মনে হচ্ছে। কোন অসাধু ব্যবসায়ী রমজান মাসকে সামনে রেখে মজুদদারী ব্যবসা করে বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধির কারসাজি করলে প্রশাসনের পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।