দিদারুল ইসলাম রাসেল,ইবি প্রতিনিধিঃ বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত সামাজিক সংগঠন Intellectual Foundation For Advanced Bangladesh(INFAB) এর উদ্যোগে পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট(পিপিই) বিতরণ করেছে এ সামাজিক সংগঠনটি।
যেসব জেলা টিম করোনায় মৃতদের গোসল ও জানাজা পড়াতে সদয় সম্মতি জানিয়েছে কুরিয়ারে মাধ্যমে তাদেরকে পিপিই পাঁঠানো হয়েছে।
জানা যায়,নোভেল করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় মৃত্যুর মিছিলে প্রতিদিন যোগ দিচ্ছেন হাজার হাজার মানুষ। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়।
এ পরিস্থিতিতে, সামাজিক সংগঠনটি এক অনলাইন জুরুরী সভায় পিপিই প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। সাথে সাথে নিজ নিজ জেলায় করোনায় মৃতদের গোসল ও যোগ্যতার ভিত্তিতে জানাজার নামাজ পড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া, এ সংগঠনটি মাস্ক,হ্যান্ড সেনিটাইজার, সাবান,মাইকিং সহ গরিবদের মাঝে ত্রাণ বিতরণের মত মানবিক কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে সংগঠনের চেয়ারম্যান ডাঃ এস এম জাকারিয়া হৃদয় বলেন,করোনা ভাইরাসে মৃত হলে তাদের কাছে অনেক ক্ষেত্রে কোন আত্নীয় স্বজন যাচ্ছে না,ঠিকমত দাপন কাপন জানাজা হচ্ছে না।তাই মানবিক দিক বিবেচনা করে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।
উল্লেখ্য,এ সংগঠনটি ২০১৫ সাল থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।