হৃদয় শীল ,মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি ২৯ জুন বুধবারঃ বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ফঅইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
২৮ জুন মঙ্গলবার বিকেলে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন পুরস্কার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, সাংগঠনিক সম্পাদক এমএম বাবুল আক্তার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা পর্যায়ে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম। এ সময় সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ এবং শতশত দর্শক বিকেলের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন।
খেলা পরিচালনা করেন উৎপল কুমার ভোমিক। সহকারীর দায়ীত্ব পালন করেন রিত কোমল দাস ও রাশিকুল আমিন ।
বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর বকশিপুর প্রাথমিক বিদ্যালয় ও নওপাড়া ইউরিয়নের ভুষনা-লক্ষণদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে বালিকা দলে অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারী সময়ে শূন্য গোলে অমিমাংসিত শেষ হয়। ট্রাই-ব্রেকারে ২-৩ গোলে ভুষনা-লক্ষণদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে রায়পুর বকশিপুর প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয় । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বালক দলে ফাইনাল খেলায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের কাপাষহাটিয়া সরকারী প্রাথমিক ও নওপাড়া ইউয়িনের ভুষনা-লক্ষণদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । খেলার প্রথমার্ধে ১-১ গোলে শেষ হয় । খেলার দ্বিতীয়ার্ধে কাপাষহাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দল ২য় গোল করে জয়ের দিকে নিয়ে যায় । শেষ বাঁশী অবধি ভুষনা-লক্ষণদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় গোল পরিশোধ না করতে পারায় ২-১ গোলে কাপাষহাটিয়া