সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে আগুনে ৪ টি ঘর পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ৪ টি পরিবারের ঘরে থাকা সব কিছুই পুড়ে গেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার কামালদিয়া ইউনিয়নের উলুহাট গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার টিটব সিকদার জানান, তাৎক্ষনিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে। তবে স্থানীয় মাধ্যম ও আমাদের ধারনা রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
ক্ষতিগ্রস্থ মোঃ সালাম শেখ, হারেজ শেখ, জুয়েল ও সোহেল শেখ বলেন, আমাদের পরিবার গুলোর সদস্যেদের পড়নের কাপড় ছাড়া সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে। এ আগুনে পুড়ে ৪ টি ঘরসহ, মুরগি, ধান ও নগদ প্রায় ১ লাখ টাকা পুড়ে যায়। এ অগ্নিকান্ডে আনুমানিক প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) মোঃ মুরাদুজ্জামান মুরাদ ও পৌর মেয়র খন্দকার মোরসেদ রহমান লিমন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা তৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেছি। উপজেলা পরিষদের পক্ষ থেকে সকলকে সার্বিক সহযোগীতা করা হবে।