ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে গত সোমবার দিবাগত রাতে দুস্থ্য পরিবারে ঘুরে ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা ও প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মাহমুদুল হক দুর্গম চরাঞ্চলের ৫০টি দুস্থ্য পরিবারের মাঝে কম্বল বিতরন করেছেন। জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডার থেকে এসব কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা যায়।
জানা যায়, ওই রাতে উপজেলা সদর ইউনিয়নের পদ্মা নদী পারের বালিয়া ডাঙ্গী গ্রামের দুস্থ্য পরিবারে গাজীরটেক ্ইউনিয়নের ছিটা ডাঙ্গী গ্রাম ও গাজীরটেক গ্রাম ঘুরে প্রতি পরিবারে একটি করে ৫০ পরিবারের মাঝে মোট ৫০টি কম্বল বিতরন করা হয়।
এছাড়া উপজেলা ত্রাণ অফিস সূত্র জানায়, উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদে ৪শ’ করে ৪টি ইউনিয়নে মোট ১ হাজার ৬শ’ কম্বল ইতিমধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে।
বরাদ্দকৃত কম্বলগুলো সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মেম্বাররা বিতরনকার্য অব্যাহত রেখেছেন।
এ নিয়ে চলতি মৌসুমে উপজেলার দুস্থ্য পরিবারের জন্য সর্বমেট ১ হাজার ৬৫০ পিছ কম্বল সরকারিভাবে বিতরন করা হয়েছে বলেও জানা যায়।