• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
দেশে করোনাভাইরাস সংক্রমণ সহনীয় পর্যায়ে রয়েছে  -সিটি মেয়র

খুলনা, ১৪ পৌষ (২৯ ডিসেম্বর):

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণ সহনীয় পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠিন পদক্ষেপের কারণে এটি সম্ভব হয়েছে।

তিনি আজ (মঙ্গলবার) সকালে নগরীর কারিতাস চত্ত্বরে কেসিসি’র এলাকায় কোভিড-১৯ এর কারণে ঝুঁকিপূর্ণ বস্তিবাসীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, সরকার করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার বাধ্যতামুলক করেছে। করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই। এছাড়া বার বার হাত ধুতে হবে এবং পরিস্কার-পরিছন্ন থাকতে হবে। করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেলে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সচেতনতা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, সরকার গরিব ও অসহায় মানুষের পাশে সবসময় আছে এবং থাকবে। সরকার মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র চীফ প্ল্যানিং অফিসার মোঃ আবির-উল-জব্বার, কারিতাসের আঞ্চলিক পরিচালক দাউদ জীবন দাশ এবং ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু। স্বাগত জানান কারিতাসের প্রোগ্রাম অফিসার তপন সরকার। খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে মেয়র ২২ নম্বর ওয়ার্ডের চরবস্তির আটশত তিনজনকে ট্যাপসহ ঢাকানযুক্ত একটি বালতি, মগ একটি, সাবান চারটি, গুড়া সাবান এক কেজি, মার্কিন কাপড় চার পিচ, টুথব্রাশ চারটি এবং একটি টুথপেষ্ট বিতরণ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, পর্যায়ক্রমে ২, ১৫, ২৪, ৯, ১৪, ২২ ও ২১ নম্বর ওয়ার্ডে সাতটি বস্তি এলাকায় করোনাভাইরাস প্রতিরোধে চার হাজার আটশত জনকে স্বাস্থ্যসুরক্ষা উপকরণ বিতরণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।