মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ
কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত। করোনা ভাইরাসের কারনে বিশ্ব আজ এক মারাত্মক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। বিপন্ন হয়ে পড়েছে আজ অজস্র মানুষের জীবন।দিনাজপুরে করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষ বাধ্য হচ্ছে লকডাউন এ যেতে। এতে দূর্ভোগে পড়েছে গৃহে অবস্থানরত প্রতিদিন খেটে খাওয়া অসহায় ও দুস্থ্য মানুষেরা। দীর্ঘ দিন ধরে তাদের কাজকর্ম বন্দ হয়ে গেছে,ঘরে খাবার শেষ হয়ে গেছে এমন অবস্থায় পেটের জ্বালা সইতে না পেরে অবশেষে দিনাজপুর সদরে ত্রানের দাবীতে সড়ক অবরোধ করেছে ত্রান বঞ্চিতরা। এসময় দিনাজপুর শহরের প্রায় ১৬শ পরিবার কোন দিশা না পেয়ে রাস্তায় নেমে পড়েন ত্রাণের দাবীতে। এসময় প্রায় ২ ঘন্টা বিরল, সেতাবগঞ্জ সড়ক যোগাযোগ বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিত স্বাভাবিক হয়।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ১০টা থেকে ১টা পযন্দ দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎপাড়া, জুলুমপাড়া ও সাধুরঘাট এলাকাবাসী কাঞ্চন ব্রীজের উপরে অবস্থান নিয়ে বিক্ষোভ করে বিরল,সেতাবগঞ্জ সড়ক অবরোধ করে তারা।
এসময় বিক্ষুব্ধ জনতা বলেন, আমাদের এই তিন মহল্লার কোন পরিবার এখন পযন্ত ত্রান সহায়তা পায় নাই। পৌর ওয়ার্ড কাউন্সিলরা আমাদের বঞ্চিত করে নিজেদের আত্মীয় স্বজন ও পছন্দের মানুষদের ত্রান সহায়তা দিয়েছে। আমরা ত্রাণ না নিয়ে বাড়ী ফিরবেন না বলেও বিক্ষোভ করতে থাকেন তারা এবং চাউল নাই চাউল নাই, ভাত দেও ভাত দাও স্লোগান দিয়ে রাস্তায় অবরোধ করেন তারা।
বিক্ষুব্ধ জনতাদের নিয়ন্ত্রনে আনতে প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সানিউল ফেরদৌস, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহরিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় আন্দোলন কারীরা।এসময় পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের পাশাপাশি সেনাবাহনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।