নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর। ফরিদপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন ১০৫৫ এর শ্রমিক বান্ধব নেতা বারবার নির্বাচিত সফল সাধারণ সম্পাদক গোলাম মোঃ নাছির এর ব্যাক্তিগত উদ্যোগে প্রতিদিন ৩/৪ শত বাসের হেলপার,ড্রাইভার,ও সুপার ভাইজারদের দুই বেলা প্যাকেটজাত খাবার খাওয়ানোর একটি মহতী উদ্যোগ নিয়েছে। আজ ২৯ মার্চ রবিবার দুপুর ২ টায় ফরিদপুর নতুন বাসস্ট্যান্ডে পরিবহনশ্রমিকদের মাঝে খাবার বিতরণ করেন। গোলাম মোঃ নাছির জানান বাংলাদেশসহ সারাবিশ্বে মহামারি করোনা ভাইরাস দেখা দেওয়ায় বাংলাদেশের সকল মিল- কারখানা ব্যাবসা প্রতিষ্ঠানসহ বাস চলাচল সম্পুর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এমতাবস্থায় দিন মুজুর খেটে খাওয়া শ্রমিকরা চরম বিপাকে পড়েছে।
তাই আমার সাধ্যমত চেষ্টা করছি বাস শ্রমিকদের দু-বেলা খাওয়ানোর। তিনি আরো বলেন করোনা ভাইরাস মোকাবেলায় বৃক্তবান সকলকে অসহায়দের পাশে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরো বলেন, যতদিন বাস বন্ধ থাকবে ততদিন শ্রমিকদের দু-বেলা খাওয়ার ব্যবস্থা অব্যাহত থাকবে, ইন্শাআল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন ১০৫৫ এর সভাপতি জোবায়ের জাকির সহ মটরশ্রমিক ইউনিয়ন এর কার্যনির্বাহী কর্মকর্তা ও শ্রমিকবৃন্দ।