আওয়ামিলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা যখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে সুপ্রতিষ্ঠিত করে চলেছে ঠিক তখননি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী ব্যাবসায়ীক বন্দ্বর ও ব্রিটিশ আমলের ২য় কলকাতা খ্যাত জেলা ঝালকাঠিতে বিদ্যুৎ এর চরম বিপর্যয়, যা অত্র এলাকার জনগন মেনে নিতে পারেনা,ঝালকাঠি পৌর এলাকায় গত ২৬/৭/২০২০তারিখে হালকা বাতাস ও গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হতেই লোডশেডিং শুরু হয়ে যায় ঘন্টার পর ঘন্টা চলে যায় বিদ্যুতের দেখা নাই।
এলাকার জনগনের অভিযোগ একঘন্টা সময় লোডশেডিং থাকলে তা বিদ্যুৎ বিভাগ আগের দিন মাইকিং করবে এটা তাদের দ্বায়িত্ব কিন্তু প্রতি দিনই কোন রুপ ঘোষনা ছাড়াই ঘন্টার পর ঘন্টা লোডশেডিং, বিদ্যু না থাকলে সাপ্লাইর পানি সরবারহও বন্দ্ব থাকে আমরা চরম দুর্ভোগে দিন কাটাই,
এই সমস্যা উত্তোরন চায় এলাকাবাসী।
এদিকে বিদ্যু বিভাগ এই অভিযোগ অস্বীকার করে বলেন যে মাঝে মাঝে গ্রীডের উন্নয়ন কাজের জন্য লোডশেডিং থাকলেও বৃষ্টি হলেই লোডশেডিং হয় তা ভিত্তিহীন,তবে বেশী র ভাগ বিদ্যুতের তার গ্রামের অধিক গাছ গাছালির মধ্য থেকে সংযোগ হবার জন্য মাঝে মাঝে সমস্যা হতে পারে।
অন্যদিকে পৌর এলাকার অধিকাংশ ওয়ার্ডে বেশিরভাগ সময়ে ই বিদ্যুৎ থাকলেও ভোল্টেজ থাকে অনেক কম এতে বিপাকে পরে বিভিন্ন ওয়ার্কশপ, লেদ মেশিন এর দোকান মালিক গন তাদের কোন কাজ সম্পন্ন হয় না।
এই লো ভোল্টেজের কারনে।
ফেসবুক সহ বিভিন্ন সমাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ বিভাগ কে নিন্দার ঝড়,বিভিন্ন জন বিভিন্ন ভাবে বিদ্যু বিভাগের প্রতি ধিক্কার জানায় এলাকায় জনগন।