ফরিদপুরের চরভদ্রাসনে বন্যার্তদের মাঝে সুখনো খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে উপজেলার গাজিরটেক ইউনিয়নের চরহাজিগঞ্জ বাজার এলাকার বিন্দু ডাঙ্গী ও বদ্দি ডাঙ্গী বন্যা কবলিত চরাঞ্চলের মানুষের মাঝে এ ত্রান বিতরণের উদ্বোধন করেন, মোহাম্মদ আসলাম মোল্লা অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) ফরিদপুর।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ইমদাদুল হক তালুকদার, গাজিরটেক ইউপি’ চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, ইউপি’ মেম্বার শান্তি রঞ্জন, ইউপি’ মেম্বার রবসহ আরো অন্যান্য প্রমূখ।
জানা যায়, ঐদিন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ও জেলা প্রশাসকের ত্রান ভান্ডার থেকে ১৯৫ জন বন্যার্ত পরিবারের প্রত্যেকের মাঝে টলারে করে ঘুরে ঘুরে ৫০০ গ্রাম করে মুড়ি, ৫০০ গ্রাম চেনি, ৫০০ গ্রাম চিড়া, ৫০০ গ্রাম মসুরির ডাল, ১ প্যাকেট বিস্কুট ও ১ প্যাকেট নুডুলস্ সুখনো খাবার বিতরণ করা হয়।