নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর।।
আজ ২৯ মার্চ রবিবার ফরিদপুরে এনজিও এফডিএ’র উদ্যোগে করোনা ভাইরাস মোকাবিলায় নিম্ন আয়ের কর্মহীন লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ দুপুরে ডিক্রীর চর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকায় এই কার্যক্রম শুরু হয়।
এই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ হাসান, এফডিএ এর পরিচালক মোঃ আজহারুল ইসলাম, ডিক্রীরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান মিন্টু,এফডিএ’র কো-অর্ডিনেটর আবু ছাহের আলম প্রমুখ।
এর পরে এফডিএ’র উদ্যোগে করোনা ভাইরাস মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতা, জীবানু নাশক ঔষধ ছিটানো, সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন এফডিএ এর পরিচালক মোঃ আজহারুল ইসলাম। আজ শহরের সিএন্ডবি ঘাট এলাকায় জীবানু নাশক ঔষধ ছিটানো হয়।