• ঢাকা
  • শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুর কৃষ্ণনগর ইউনিয়নে নারী ইউপি সদস্যের উপর হামলা

ফরিদপুর সদরের ৮নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য মোছাঃ নাছিমা আক্তারকে পূব শত্রুতার জের ধরে পরিষদের অফিস কক্ষে ঢুকে পরিকল্পিত ভাবে হামলা চালায়।

বুধবার সকালে পরিষদের চেয়ারম্যানের অফিস কক্ষের ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ কাড’ বিতরণের সভা চলাকালীন সময় হামলাকারী ইউনিয়নের উজান মল্লিকপুর এলাকার বাসিন্দা আনিস ফকির(৩৫) নামে অজ্ঞাত তিন জন লোকনিয়ে নারী সদস্যের উপর হামলা চালায়।

এ সময় নাছিমা আক্তার কে এলোপাথাড়ি ভাবে কিল, ঘুষি ও অকথ্য ভাষায় গালি দেয় এবং প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়। এ ব্যাপারে পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা তৎক্ষনাত কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করেন। এ সময় এস আই কামাল হোসেন ফোর্সসহ ঘটনা পরিদর্শন করেন। চেয়ারম্যান প্রতিনিধিকে জানান হামলাকারী আনিস ফকির পূব’ শত্রুতার জের ধরে সদস্য নাছিমাকে সকাল ৯টা ৪৬ মিনিটে মোবাইলে হুমকি দেয়। পরে পরিষদের আমার অফিস কক্ষে সভা চলাকালীন সময় অন্যায় ভাবে হামলা চালায়। এটা নিন্দোনিয় ঘটনা আমি মনে করি।

এবিষয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা জানান একজন মহিলা সদস্যের উপর এই ধরনের হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এব্যপারে নারী সদস্য মোছাঃ নাছিমা আক্তার বাদী হয়ে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।