ফরিদপুরের সদরপুর উপজেলায় ঈদুল আযহার আগেই বন্যাকবলিত পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসাবে পানিবন্দি পরিবারের মাঝে ১০কেজি চাউল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ৯টা থেকে পানিবন্দি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চরনাছিরপুর ইউনিয়নের নদী সংলগ্ন চন্দ্রপাড়া ঘাটে বিতরণ শুরু হয়।
দুপুরে ইউনিয়নের কাড়ালকান্দি বাজারে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করেন ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ সাইফুল কবির।
বন্যার্ত মানুষের উদ্দেশ্যে তিনি বলেন, এ বছর বন্যার প্রকোপ অনেক বেশি,আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য জেলা প্রশাসক ডিসি স্যার আমাকে পাঠিয়েছেন। সবাই মিলেমিশে থাকেন। জেলা প্রশাসন পাঁশপ থাকবে আপনাদের। ঈদের আগেই ত্রাণ বিতরণের জন্য আমি এ দুর্গম এলাকায় এসেছি। বর্তমানে আমরা বিভিন্ন দুর্যোগে রয়েছি,সকল দুযোর্গ কাটিয়ে আমাদের পুনরায় আবার ঘুরে দাঁড়াতে হবে। জেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে সব সময়।
বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, এসিল্যান্ড সজল চন্দ্র শীল, চেয়ারম্যান শেখ মোঃ আক্কাছ আলী, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর কুমার বৈদ্য।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, এ পর্যন্ত ৮৭৬৭ পরিবারের মাঝে ৮৩মেট্রিক টন চাউল বিতরণ করা হয়েছে। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য,পদ্মা-আড়িয়াল খাঁ নদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি থাকার কারণে উপজেলার চরনাছিরপুর, চরমানাইর, নারিকেলবাড়ীয়া,ঢেউখালী,আকোটেরচরসহ আরও কয়েকটি ইউনিয়নের বাসিন্দারা পানিবন্দি হয়ে পড়েছে বিশেষ করে চর নাছিরপুর, চরমানাইর, নারিকেলবাড়ীয়া ইউনিয়নের বাসিন্দারা পানিবন্দি রয়েছে বেশী।