আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ সেমিনার অনুষ্ঠিত
আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন,ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাবের যৌথ উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদ এলাহির সভাপতিত্বে ও উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যন এ কে এম জাহিদুল হাসান জাহিদ ,বিশেষ অতিথি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষরণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ, ওসি ওয়াহিদুজ্জামান, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আমিনুর রহমান.ক্যাবের সাধারণ সম্পাদক তৌকির আহমেদ ডালিম প্রমৃখ।