• ঢাকা
  • মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং
ফরিদপুরে ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে ১ জন ও স্বতন্ত্র ১৪ জনের জয়লাভ

নিরঞ্জন মিত্র ( নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধি :ফরিদপুরে তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাঙ্গা ও চরভদ্রাসন দুইটি উপজেলার ১৫ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুইটি উপজেলায় নৌকা প্রতীক নিয়ে ১ জন প্রার্থী জয়লাভ করেছেন। এবং বাকি ১৪ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করে।

(২৮ নভেম্বর) রবিবার সকাল থেকে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়। ইউনিয়নের কেন্দ্র গুলোতে সকাল ৮ টা থেকে ব্যাপক উৎসাহের মধ্যে দিয়ে শুরু হয় ভোট গ্রহন ভোট শেষ হয় বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে ভাঙ্গা উপজেলার মোট ১২ টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীক নিয়ে একজন প্রার্থী নির্বাচিত হন। বিজয়ী ব্যক্তি হলেন কাউলিবেড়া ইউনিয়নের রেজাউল করিম দুদু মিয়া।
এছাড়া বাকী ১১ টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নুরুল্যাগঞ্জ ইউনিয়নে সৈয়দ শাহীন আলম শাহাবুব, কালামৃধা ইউনিয়নে রেজাউল মাতুব্বর, ঘারুয়া ইউনিয়নে মনসুর মুন্সী, আজিমনগর ইউনিয়নে শাহজাহান হাওলাদার, হামিরদী ইউনিয়নে মোঃ খোকন মিয়া, তুজারপুর ইউনিয়নে ওলিউর রহমান, আলগী ইউনিয়নে ম.ম ছিদ্দিক, চান্দ্রা ইউনিয়নে আব্দুল খালেক মোল্লা, চুমুরদী ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম সোহাগ, মানিকদাহ ইউনিয়নে কে.এম শহীদুল্লাহ বাচ্চু ও নাসিরাবাদ ইউনিয়নে মোঃ আলমগীর খান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন।

অন্যদিকে চরভদ্রাসন উপজেলার ৩টি ইউনিয়নের তিনটিতেই চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন। চরভদ্রাসন সদর ইউনিয়নে আজাদ খান, গাজিরটেক ইউনিয়নে মোঃ ইয়াকুব আলী ও চর হরিরামপুর ইউনিয়নে জাহাঙ্গীর কবির ব্যাপারী চেয়ারম্যান পদে জয় লাভ করেছেন।
নির্বাচন চলাকালে শান্তিপূর্ণ পরিবেশে সুন্দর সুষ্ঠ ভাবে নির্বাচন সম্পূর্ন হয়েছে। সুষ্ঠু অবাধ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর ছিলো। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।