• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়রকে গণ- সংবর্ধনা

গণ-সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ফরিদপুর পৌরসভার নব- নির্বাচিত চেয়ারম্যান অমিতাভ বোস

নিরঞ্জন মিত্র ( নিরু),ফরিদপুর :- ফরিদপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে অমিতাভ বোস মেয়র নির্বাচিত হওয়ায় তাকে গণ-সংবর্ধনা দেওয়া হয়েছে।

২৯ জানুয়ারি শুক্রবার বিকেলে পৌরসভার ১৬ নং ওয়ার্ডের সিংপাড়া পূজার মাঠ প্রাঙ্গণে সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার ও কাউন্সিলর বিধান কুমার সাহার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিকে, অনুষ্ঠানটি সফল করতে ওইদিন দুপুর থেকেই পৌরসভার বিভিন্ন ওয়ার্ডসহ দলীয় নেতা-কর্মীরাসহ সাধারন জনগণ পৃথক-পৃথকভাবে বিজয় মিছিল নিয়ে অনুষ্ঠানস্থলে এসে সমবেত হতে থাকেন এবং এক পর্যায়ে হাজারো জনতার উপস্থিতিতে ওই সংবর্ধনা অনুষ্ঠানটি জনসভায় পরিনত হয়।

বাবু বৈদ্যনাথ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক ভোলা মাষ্টার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি শামীম হক, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মঞ্জুর আলী মঞ্জু মিয়া।
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সংবর্ধিত নব-নির্বাচিত মেয়র অমিতাভ বোস।

এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ছাত্র লীগের সভাপতি তানজিদুল রশিদ রিয়ান, ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন ( তনু), ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বিধান কুমার সাহা, মহিলা কাউন্সিলর নাজনীন আক্তার, কামরুল ইসলাম সিদ্দিকী, ১৬ নং ওয়ার্ডের সভাপতি নারায়ন চক্রবর্তী প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন খায়রুদ্দিন মিরাজ, প্রেস ক্লাবের তথ্য- প্রযুক্তি ও পাঠাগার বিষয়ক সম্পাদক মুইজ্জুর রহমান রবি, আলী আজগর মানিক, সাবেক ছাত্র নেতা আনন্দ সাহা, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর মতিয়ুর রহমান শামীম।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ফরিদপুর বিকাশ শিল্পী গোষ্ঠীর আয়োজনে সাংস্কৃতিক সন্ধা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন কিংকর মিত্র ও আবুল হোসেন হাওলাদার।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।