• ঢাকা
  • মঙ্গলবার, ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৪ ইং
ফরিদপুরে ইউনিয়ন পর্যায়ে গণশুনানির মাধ্যমে জনপ্রতিনিধিদের জবাবদিহিতা ও কাজের স্বচ্ছতা বাড়ছে

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধি)

ফরিদপুরে স্থানীয় সরকার বিভাগ কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায়, ইউনিয়ন পর্যায়ে গণশুনানির আয়োজন করা হয়।

জেলার মধুখালী উপজেলায় কোরকদি ইউনিয়ন পরিষদের আয়োজনে, (২৯ নভেম্বর ) সোমবার বিকালে ইউনিয়নের চরবাসপুর সুইচগেট সংলগ্ন মুজিব শতবর্ষ পার্ক চত্বরে এ গণশুনানির সভা অনুষ্ঠিত হয়।

কোরকদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন ( রিক্ত) এর সভাপতিত্বে ইউনিয়ন পর্যায়ে গণশুনানি সভায় এসময় উপস্থিত ছিলেন
মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা, মধুখালী থানার অপারেশন অফিসার চম্পক বড়ুয়া,
সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফিরোজ নেছার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, কোরকদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আজিজ খান, সাধারণ সম্পাদক মোঃ উসমান গনী মোল্যা, সাংগাঠনিক সম্পাদক মোঃ আব্দুস সালাম, ইউনিয়ন পরিষদের সচিব এস এম আরাফাত হাসান প্রমূখ।

এসময় গণশুনানি সভায় কোরকদি ইউনিয়নবাসির বিভিন্ন অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।
গণশুনানিতে ইউনিয়নের সরকারি খাল অবৈধ ভাবে দখল, মুজিব শতবর্ষ পার্ক এলাকায় বখাটেদের আড্ডা, ইভটিজিং, যৌতুক বাল্যবিবাহ প্রতিরোধ ও মাদক নিয়ন্ত্রন সহ কার্যক্রম ও জনসেবা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়। একই সঙ্গে আগামী দিনের পরিকল্পনার কথা জানানো হয়।

গণশুনানি সভায় ইউনিয়ন পরিষদের কর্মরত সচিব, সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সাধারণ নাগরিক উপস্থিত ছিলেন।

গণশুনানি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএনডিপি ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।