জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বায়েজিদুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে চার ঘন্টাব্যাপী ইলিশ রক্ষা অভিযান পরিচালিত হয়েছে।
এতে প্রজনন মৌসুমে ইলিশ নিধনের দায়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস ও ৫ জেলের প্রত্যেককে ৫ হাজার করে মোট ২৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। অভিযানের অন্যরা হলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী শামীম আরফিন ও আনছার ব্যটলিয়ন।
অর্থেদন্ডিত জেলেরা হলো শহীদ গণি (৪৯), চারমিয়া হালদার(৬৫), শফি মাতুব্বর (৪০), শিপন মাতুব্বর( ২৩), ইমন হাওলাদার (২২)।
অভিযানে জব্দকৃত কারেন্ট জাল গোপালপুর পদ্মা নদী পাড়ে এনে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং আটককৃত ইলিশ মাছ এমপি ডান্গী মাদ্রাসায় বিতরণ করা হয়।