তারাকান্দা উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে ২য় দফায় বৃক্ষ রোপন কর্মসূচী
২৯ জুন ২০২০ সোমবার
ময়মনসিংহের তারাকান্দা উপজেলা ছাত্রলীগের উদ্দ্যোগে ২য় দফায় বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ সোমবার (২৯ জুন) বিকেলে মাননীয় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ (এম.পি) ও ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নির্দেশনায় ‘গাছ লাগান,পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বঙ্গবন্ধু সরকারী ডিগ্রী কলেজ,ভাষা সৈনিক শামছুল হক বুদ্ধি প্রতিবন্ধী স্কুল,উপজেলা প্রশাসন কার্যালয় মাঠে ছাত্রলীগের কর্মীদের নিয়ে বিভিন্ন ফলজ বৃক্ষ রোপন করেন তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান মাজাহারুর ও সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দাস।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ফজলুল হক,ভাইস-চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন,উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নান,যুগ্ন-আহবায়ক বিপ্লব হোসেন চৌধুরী।