• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা জুলাই, ২০২৪ ইং
ভাঙ্গায় সনাতন ধর্মাবলম্বীদের মেলবন্ধনে শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠান

মোঃ রমজান সিকদার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -২৯/৬/২০২৪
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌর সদরের ভাংগা বাজার কালিবাড়ি নাট মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের মেলবন্ধনে শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনভর নানা আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন কর্মসূচি হয়। অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করেন শ্রী চীনম্ময় নন্দ গোস্বামী। এসময় উপস্থিত হাজারো ভক্তদের পদচারণায় অনুষ্ঠানস্থলে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পরিবেশ সৃষ্টি হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে বিশিষ্ট কাপড় ব্যবসায়ী রবিন সাহা তার নিজ কৃতকর্মের জন্য গুরুজি সহ উপস্থিত হাজারো ভক্তদের কাছে ক্ষমা চান। তিনি বলেন, আমি শারীরিক ভাবে খুবই অসুস্থ মস্তিষ্ক ভালো কাজ করে না। ইতিপূর্বে গোমাংস নিয়ে আমার একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি আমার অসাবধানতাবশত হয়েছিল। আমাকে উপস্থিত সকলে ক্ষমা করে আপনাদের হৃদয়ের রাখবেন। আমি আপনাদের ছিলাম এখনও আছি ভবিষ্যতেও থাকবো।
এসময় গুরুজি রবিন সাহার মাথায় হাত দিয়ে তাঁকে ক্ষমা করে দিয়ে সকলকে মিলেমিশে বসবাস করার আহ্বান জানান।
সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সুধীন সরকার মঙ্গলের সভাপতিত্বে শ্রীমদ্ভাগবত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ভাঙ্গা উপজেলার সাধারণ সম্পাদক সমর কান্তি ভৌমিক, হিন্দু সম্প্রদায়ের নেতা তুজারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পরিমল চন্দ্র মন্ডল, বাংলাদেশ হিন্দু মহাজোটের ভাঙ্গা উপজেলার পৌর শাখার সভাপতি স্বপন সাহা সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র মালো, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি ও সনাতন ধর্মাবলম্বীদের ব্রাহ্মণ সম্প্রদায়ের ভাঙ্গা উপজেলা সভাপতি মিঠুন চক্রবর্তী, ভাঙ্গা উপজেলার হিন্দু সম্প্রদায়ের নেতা শ্যামল সাহা, গোপীনাথ দাস ব্রহ্মচারী, সদানন্দ ঠিকাদার,,নৃত্যানন্দন বণিক, লক্ষণ বনিক, কাশীনাথ সাহা, মধুসূদন সাহা, কমল ডাক্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপস্থিত হাজারো ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।