নিরঞ্জন মিত্র (নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
”দুটি সন্তানের বেশী নয়” একটি হলে ভাল হয়” প্রতিপাদ্যকে সামনে নিয়ে অনাকাঙ্কিত গর্ভধারণ রোধকল্পে ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপুরণীয় চাহিদা পুরণের লক্ষ্যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা পদ্ধতি বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালাটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ক্নিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের আয়োজনে ও ফরিদপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে, (২৯ মে রবিবার) সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর এফপিসিএস কিউআইটি ক্লিনিকাল কন্ট্রাশেপসন এর সহকারী পরিচালক ডাঃ মোঃ সানোয়ার হোসেন খাঁন।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোঃ মোজাম্মেল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দীকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, জেনারেল হাসপাতালের (গাইনি এন্ড অবস) কনসালটেন্ট ডাঃ সুলতানা বেগম লিপি, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গনেশ কুমার আগরওয়ালা, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক এস এম আল কামাল, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তা ডাঃ ফাতেমা করিম।
কর্মশালায় বক্তারা বলেন, পরিবার পরিকল্পনার স্বাস্থ্য সেবা প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বিশেষ করে গরীব অসহায় মানুষ যেন এ সেবা থেকে কোনমতে বঞ্চিত না হয়। যাতে মানুষ উপকৃত হয়। আর মানুষ উপকৃত হলে আমাদের প্রচেষ্টা সফল সার্থক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান।
এ সময় পরিবার পরিকল্পনা সম্পৃক্ত বিভিন্ন গুরুত্বপুর্ণ বিষয়ের উপরে ভিডিও প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।
কর্মশালায় পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।