নগরকান্দায় ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল SSC পরীক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিতঃ 4 বছর আগে
355 বার দেখা হয়েছে
০
নিজস্ব প্রতিবেদক :-
ফরিদপুরের নগরকান্দায় ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী।
জানা গেছে উপজেলার রামনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের আবুল কালাম মোল্যার কন্যা ও কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী কানিজ ফাতিমার সাথে একই বিদ্যালয়ের শিক্ষক সাজ্জাদ মীরের বিবাহের প্রস্তুতি চলছিল।
শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেতী প্রু উপস্থিত হয়ে বাল্য বিয়ে বন্ধ করেন।
এসময় কনের বাড়ীতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর সাজ্জাদ মীরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া কনের বাবা আবুল কালাম মোল্যাকে ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
সাজ্জাদ মীর উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইচাইল গ্রামের রাসেদ মীরের পুত্র।