বিশেষ প্রতিনিধি :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর ১ আসনে নৌকার প্রার্থী কাজী সিরাজকেই দেখতে চায়। শুক্রবার আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নে পানাইল বাজারে এক আলোচনো সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন আহমেদ বলেন আগামী নির্বাচনে এ আসনে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে কাজী সিরাজুল ইসলাম জনপ্রিয়তাই এগিয়ে। জনগন তাকে এ আসনে আবারো এমপি হিসেবে দেখতে চাইছেন। তিনি আরো বলেন, ফরিদপুর ১ আসনে নৌকার প্রার্থী কাজী সিরাজের মত জনপ্রিয় ব্যক্তি না হলে দলের বিজয় অনিশ্চয়তার মুখে পরতে পারে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল আলিম খান, টগরবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কামরুল , বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য মোঃ আসাদুল করিম, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের সদস্য জয় বকুল ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।