হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:
বর্তমান সরকারের উন্নয়ন, সাফল্য ও নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা উপজেলা) আসন থেকে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপিকা আঞ্জুমান আরা বেগম। আঞ্জুমান আরা বেগম ফরিদপুর জেলা মহিলা আ’লীগের সহ-সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান। একই সঙ্গে সে বাংলাদেশ মহিলা আ’লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যও।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল ১০ থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফরিদপুরের নগরকান্দা উপজেলা চত্বর ও নগরকান্দা বাজারে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে এ লিফলেট বিতরণ করেন।
এসময় সরকারের নানামুখী উন্নয়নের কথা তিনি জনগণের কাছে তুলে ধরেন। একই সাথে উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে ফের নৌকায় ভোট চান নৌকার মনোনয়ন প্রত্যাশী এ প্রার্থী।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- আ’লীগ নেতা আবুল কালাম মাতুব্বর, আক্কাস মাতুব্বর, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বাবুল হোসেন তারা, দেলোয়ার হোসেন, সাবেক পৌর কমিশনার অধীর কুমার, রাশিদা বেগমসহ মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।