বকশীগঞ্জে বন্য হাতি তাড়াতে জেনারেটর ও টর্চ লাইট বিতরণ
২৯ জুন ২০২০ সোমবার
জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ি এলাকায় বন্য হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে স্হানীয়দের মাঝে হাতি তাড়াতে জেনারেটর ও ৪০ টি টর্চ লাইট বিতরণ করা হয়েছে।
২৮ জুন রোববার বিকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি জেনারেটর এবং বকশীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ৪০ টি টর্চ লাইট যৌথভাবে বিতরণ করেন উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) আ.স.ম. জামশেদ খোন্দকার
উপজেলা চত্বরে বিতরণকালে এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহাবুব খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন ফোরকান, সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা হামিদুল ইসলাম হামদি, সাবেক ইউপি সদস্য মতিউর রহমান প্রমুখ উপস্হিত ছিলেন।