দ্বিতীয় বারের মতো নানা হলেন দৈনিক ডোনেট বাংলাদেশ পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক
রাজশাহীর মোহনপুর উপজেলার ধুরইল গ্রামের মোঃ আলাউদ্দিন মন্ডল দৈনিক ডোনেট বাংলাদেশ পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক। তিনি দ্বিতীয় বারের মতো নানা হলেন। গতকাল শুক্রবার (২৯ এপ্রিল) তার একমাত্র কন্যা রোকসানার কোলজুড়ে আসে এক কন্যা সন্তান,সম্পাদক আলাউদ্দিন হন নানা। সদ্য ভূমিষ্ঠ হওয়া নবজাতকের পিতা সাজ্জাদুর রহমান মিঠুন। তিনি রাজশাহীর পবা উপজেলার বায়া এলাকার আব্দুল লতিফ মাস্টারের ছেলে। শুক্রবার দুপুর ১২টা ৩০ মিনিটের সময় রাজশাহীর ইসলামী ব্যাংক হাসপাতালে জন্ম হয় এ নবজাতকের।