গ্রাম্য বিরোধের জেরে আলফাডাঙ্গায় যুবকের ওপর হামলা ঘটনায় থানায় মামলা
কবির হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :
গ্রাম্য বিরোধের জেরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা টগরবন্দ ইউনিয়নের কুমুরতিয়া গ্রামে সৌরভ মোল্যা নামে এক যুবকের ওপর মামলা করে ওই গ্রামের মো.সিরাজ শেখ ও তার লোকেরা। এ ঘটনায় সিরাজ গ্রুপের ডালিম ও হাসিব শেখ নামে ২ জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়,সম্প্রতি রাতে সৌরভ মোল্যা ঔষধ কেনার জন্য বাজারে রওনা হয়। পূর্বের গ্রাম্য বিরোধের জেরে সৌরভকে পথে একা পেয়ে সিরাজ ও তার লোকজন দেশীয় অস্ত্র দিয়ে জখম করে।
এ ঘটনায় সৌরভের চাচা কওছার আহমেদ বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে এজাহার করার জন্য থানায় অভিযোগ করেন। পুলিশ এজাহার ভুক্ত ২ জন আসামীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা ওসি রেজাউল করিম বলেন, বাকী আসামীদের ধরার প্রচেষ্টা চলছে।