• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
মোহনপুরে হাঁটুপানিতে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

রাজশাহীর মোহনপুরে হাটুপানিতে বরো ধান কাটতে গিয়ে আলমগীর হোসেন (৪২) নামে একজন কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার শনখেজুর কালিগ্রামের তসলিম উদ্দিনের ছেলে।

খবর পেয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঙ্গীয় ফোস নিয়ে ঘটনাস্থলে গিয়ে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দিয়েছে।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, শুক্রবার (২৯ মে) সকালে কৃষক আলমগীর হোসেন (৪২) তার স্ত্রী ফরিদা বেগম (৩২) বাড়ির পাশে ধুরইল কাইম বিলে হাটুপানিতে বরো ধান কাটার জন্য যায়। স্বামী স্ত্রী মিলে সকাল সাড়ে ১০ টা পযন্ত এক সাথ ধান কাটেন। স্ত্রী ফরিদা বেগম তার স্বামীকে রেখে চট নেওয়ার জন্য বাড়িতে আসেন। তখন মারা যান তিনি।

নিহত কৃষক আলমগীর হোসেনের স্ত্রী ফরিদা বেগম জানান, বাড়ি থেকে জমিতে গিয়ে তার স্বামীকে দেখতে না খোঁজাখুঁজি করতে থাকে। একপযার্য়ে দেখতে পান তার স্বামী ধানের জমির হাটুপানিতে মৃত অবস্থায় পড়ে আছে। অনেক আগে থেকে তার স্বামী মৃগী রোগে ভুগছিলেন বলেও জানান তিনি।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, আগে থেকে তিনি মৃগীরোগে ভুগছিলেন। পারিবারের লোকজনের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।