রাজশাহীর চারঘাটে স্বাস্থ্যবিধি অুনযায়ী মাস্ক না পড়ার অপরাধে বিভিন্ন ব্যবসায়ী মালিক ও পথচারীদেরকে ৫ (পাঁচ) মামলা দায়ের ও ১ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বিকালে উপজেলার চারঘাট ও সারদা বাজারে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রানী কৈরী এ জরিমানার আদেশ দেন।
এসময় দোকানের ভিতরে গাদাগাদি করে দোকান থেকে মাল ক্রয়ের অপরাধে ও মাস্ক না পড়ার অপরাধে এই জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভুমি অফিসের খারিজ সহকারী সাজেদুর রহমান, মডেল থানার এস আই আনোয়ার হোসেন সাংবাদিকবৃন্দ।
বিষয়টি সম্পর্কে ভ্রাম্যমার আদালতের বিচারক সহকারী কমিশনার (ভুমি) নিয়তি রানী কৈরী বলেন, প্রানঘাতি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী স্বাস্থ্যবিধি অনুযায়ী ও সামাজিক দ্বুরত্ব বজায় রেখে ব্যবসা করার নির্দেশ থাকলেও তা মেনে চলছেনা। আসন্ন ঈদকে সামনে রেখে করোনা ভাইরাস প্রতিরোধে জনগনকে সচেতন করা ও বিভিন্ন পথচারীদের মাঝে বিতরণ করা হয়।