২৯ জুন ২০২০,সোমবার
কুষ্টিয়ায় এক বাবুর্চিকে অপহরণের পর হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। পরে তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই বাবুর্চির নাম জহির উদ্দিন (২৭)। সে কুষ্টিয়া শহরের সুখনগরের লাল মিয়ার ছেলে বলে জানাগেছে ।
ঘটনাটি ঘটেছে আজ সোমবার বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট মাঠের মধ্যে মেহগুনি বাগানে। সন্ত্রাসীরা জহিরকে মাঠের মধ্যে নিয়ে গিয়ে তার কাছে থাকা মোবাইল ও নগদ অর্থ ছিনিয়ে নেয় এবং তার হাত পা বেধে এলোপাথাড়ি মারপিট করে। এতে সে সংজ্ঞা হারিয়ে ফেললে তাকে ফেলে রেখে সন্ত্রাসীরা চলে যায়। পরে স্থানীয়রা জহিরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে।
কে বা কারা তাকে অপহরণ করে হত্যার চেষ্টা চালিয়েছে তার জ্ঞান ফিরে না আসা পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি । তবে কবুরহাট এলাকার শহীন নামের তাদের এক আত্নীয় ফোন করে জহিরকে ডেকে নিয়ে যায় বলে জানিয়েছেন তার পরিবার।