নগরকান্দা পৌর নির্বাচন সামনে রেখে আ’লীগের কর্মী সভা
ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচন সামনে রেখে মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়। রবিবার বিকালে নগরকান্দা কেজি স্কুল মাঠে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামী লীগ নেতা ইস্রাফিল মাতুব্বারের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ব্যক্তিগত কর্মকর্তা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও সম্ভাব্য মেয়র প্রার্থী আজাদ হোসেন। আরো বক্তব্য রাখেন, পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিমাই চন্দ্র সরকার, নগরকান্দা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসেন দুলু,নগরকান্দা পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এম আই আজাদ, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান কেরামত,উপজেলা যুবলীগের সহসভাপতি সহিদুল ইসলাম সুরুজ, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবুল মাতুব্বর, সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আলামিন, যুবলীগ নেতা জাকির হোসেন পক্ষি, যুবলীগ নেতা সাহিদ, যুবলীগ নেতা আনোয়ার, যুবলীগ নেতা, রিপন মিয়া প্রমুখ।
কর্মী সভায় আজাদ হোসেন বলেন, লাবু চৌধুরীর নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে।