সুমন ভূইয়া সাভারঃ
ঢাকার ধামরাই উপজেলার দুই ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উপহার’ (জি আর) হিসেবে চাল, নগদ টাকা এবং আলু বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা শাখা পাঁচশ’ হতদরিদ্র পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করে।
উপজেলার ধামরাই ইউনিয়নে একশ’ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পরিবার প্রতি দশ কেজি করে চাল এবং নগদ পঞ্চাশ টাকা বিতরণ করা হয়। অপরদিকে, উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে চারশ’ হতদরিদ্র পরিবারকে পরিবার প্রতি দশ কেজি করে চাল এবং এক কেজি করে আলু বিতরণ করা হয়।
এব্যাপারে ধামরাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম জানান, দূর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয়ের অর্থায়নে ধামরাই উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা শাখার মাধ্যমে করোনা সংক্রমন মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর তাৎক্ষণিক সহায়তা (জি আর) চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ (বুধবার) আমরা ধামরাই ইউনিয়ন এবং ভাড়ারিয়া ইউনিয়নে মোট পাঁচশত হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি। এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
ত্রাণ বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার বাবু দেবব্রত সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম, ধামরাই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন, ভাড়ারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহ আলম প্রমুখ সহ ইউনিয়ন দুইটির সকল ইউপি সদস্যবৃন্দ।প্রসঙ্গত, করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ও প্রাদুর্ভাব প্রতিরোধে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ‘তাৎক্ষণিক মানবিক সহায়তা (জি আর) প্রদান করা হচ্ছে অসহায় ও দুঃস্থদের মাঝে।