ভূঞাপুরে বন্যার্তদের মাঝে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ
টাঙ্গাইলের ভূঞাপুরে অসহায় বন্যার্তদের মাঝে সেনা প্রধানের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ১১ টারদিকে উপজেলার তাড়াই ঈদগাহ মাঠে সেনাবাহিনীর আর্মি ট্রেনিং এন্ড ডকটিম কমান্ড (আর্টডক) এর ব্যবস্থাপনায় স্বাস্থ্যবিধি মেনে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলার অর্জুনা ইউনিয়নের তাড়াই, বলরামপুর ও গাবসারা ইউনিয়নের রাজাপুর গ্রামের বন্যার্ত ১শ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী হিসেবে চাল, ডাল,চিনি,সেমাই আটা. তেল, লবন, সাবান বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঘাটাইল সেনানিবাসের আর্মি স্কুল অব এডুকেশন এন্ড এ্যাডমিনিষ্ট্রেশনের মেজর মো. শাহ আলম, অর্জুনা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জোয়াহের আলী খান, ল্যান্সকর্পোরাল আনোয়ার হোসেন, সেনা সদস্য নাহিদ প্রমুখ।