পটুয়াখালীতে মহামারি করোনা কালিন ঝুঁকিপুর্ন দুই শতাধিক নারী-শিশু ও তাদের পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল ডাল তেল ও খেলনা সামগ্রী এবং স্বাস্থ্য সুরক্ষা মাস্ক ও স্যানিটাইজার বিতরন করেছেন জেলা প্রশাসন।
২৯ জুলাই বুধবার দুপুর দেড়টায় ইউনিসেফ এর সহায়তায় পটুয়াখালীর নিষিদ্ধ পল্লীতে শক্তি নারী সংঘ কার্যালয়ের সামনে ঝুঁকিপুর্ন নারী-শিশু ও তাদের পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাল, ডাল, তেল ও খেলনা সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এ সময় বিশেষ অতিথি হিসেবে শক্তি নারী সংঘের সকলকে সরকারী স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানিয়ে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান
এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন জেলা স্যানিটারী ইন্সেপেক্টর মোঃ মহিউদ্দিন আল মাসুদ, ইউনিসেফ এর জেলা সমন্বয়কারী ঈষিতা দে, লাইট হাউজ’র মেডিকেল এ্যাসিস্ট্যান্ট দোলন বারিকদার, শাক্তি নারী সংঘের সভাপতি ঝুমুর বেগম, সাধারন সম্পাদক তানিয়া আক্তার প্রমুখ।
প্রকাশ নিষিদ্ধ পল্লীর ঝুঁকিপুর্ন দুই শতাধিক নারী-শিশু ও তাদের পরিবারের মাঝে এ মানবিক সহায়তা প্রদান করা হয়।