বিয়ের কথাবার্তা চলছে বাসায়। মা-বাবা আপনার জন্য পাত্র বা পাত্রীর খোঁজ করছেন। আবার তাদের না জানিয়ে আপনি মজে আছেন আরেকজনের প্রেমে। এখন সেই মনের মানুষকেই বিয়ে করতে চান আপনি।
জীবনসঙ্গী হিসেবে তাকে পেতে চান। এখন বিষয়টি কীভাবে খুলে বলবেন মা-বাবাকে।
স্বাভাবিকভাবে অনেক পরিবার ছেলেমেয়েদের প্রেমের সম্পর্কটি ভালো চোখে দেখে না। বেশিরভাগ ক্ষেত্রেই বাধা হয়ে দাঁড়ান। তবে এখন সময়ের সঙ্গে তাল মিলিয়ে অনেক মা-বাবাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকেন। ছেলেমেয়েদের পছন্দের বিষয়টি নিজ থেকেই জানতে চান।
এরপরেও নিজের পছন্দের মানুষ সম্পর্কে ঘরে জানানোর বিষয়টি নিয়ে নানা দ্বন্দ্ব ও শঙ্কা কাজ করে। বিষয়টিকে তারা কীভাবে নিবেন বা পরিবারের অন্য সদস্যদের ওপর কেমন প্রভাব ফেলে-এমন চিন্তা ভর করে।
এমন পরিস্থিতিতে কী করবেন? প্রেমের বিষয়টি মা-বাবার কাছে কীভাবে উপস্থাপন করবেন- এ নিয়ে কয়েকটি পরামর্শ দেয়া হলো।
মানসিকভাবে প্রস্তুতি
প্রেমের বিষয়টি পরিবারে খুলে বললে নানা ধরনের প্রতিক্রিয়া আসতে পারে। বিষয়গুলো আগ থেকেই নিজের মধ্যে যাচাই-বাছাই করে নিতে হবে। এর জন্য মানসিক প্রস্তুতি নেয়াটা বেশি জরুরি। কীভাবে বিষয়টি খুলে বলবেন কয়েকবার নিজে নিজে প্রস্তুতি নিন। নিজের মধ্যে পুরো বিষয়টি সাজিয়ে নিন।
সঠিক সময় বের করুন
এমন সময় বাছাই করুন, যখন আপনার বাবা-মা মানসিকভাবে ফুরফুরে আছে। এ ছাড়া কোনো কাজে আপনার উপরে তারা সন্তুষ্ট, এমন সময়টাকেও বেছে নেয়া যায়। কোথাও হয়ত একসঙ্গে ঘুরতে গেলেন তখনও বলতে পারেন। আপনার প্রেমের বিষয়টি সহজ করে তাদের খুলে বলুন। শুরুতে তারা নানা কিছু জানতে চাইবেন আপনার প্রেমিক বা প্রেমিকা সম্পর্কে। তাদের প্রশ্নের সন্তোষজনক উত্তর দিন। এ ক্ষেত্রে কোনো কিছু লুকানো বা এড়িয়ে যাওয়াটা উচিত হবে না।
পরিণত আচরণ দেখান
যদি বাবা-মা সহজে বিষয়টিকে গ্রহণ না করলে এমন কোনো প্রতিক্রিয়া দেখানো উচিত হবে না, যাতে তারা কষ্ট পান। সংযত আচরণে তাদের সঙ্গে কথা বলতে হবে। আপনার পছন্দের মানুষকে আপনি কতটা ভালোবাসেন, কেন তিনি আপনার জন্য উপযুক্ত-যুক্তি দিয়ে সময় নিয়ে ধীরে ধীরে তাদের বোঝান।
রেগে যাবেন না
কোনোভাবেই বাবা-মায়ের ওপর রেগে যাওয়া যাবে না। আবেগ সংবরণ করে মেজাজ ঠাণ্ডা রেখে তাদের সঙ্গে কথা বলতে হবে। তারা হয়তো শুরুতে বিষয়টিকে ভালোভাবে না নিয়ে চিৎকার-চেঁচামেচি করতে পারেন। কিন্তু আপনিও তাদের মতো এমন আচরণ করতে গেলে ভুল করবেন। এ ক্ষেত্রে শান্ত থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে। ঝগড়াঝাটিতে জড়ালে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে।
বাবা-মায়ের উদ্বেগ বুঝুন
সব বাবা-মায়েরা চান উপযুক্ত কোনো পাত্র বা পাত্রীর সঙ্গে তাদের ছেলেমেয়ের বিয়ে দিতে। তারা সন্তানের ভালোই চান। ফলে আপনি কাকে পছন্দ করলেন, তাদের ভাবনায় তিনি আপনার জন্য উপযুক্ত কী না-এমন উদ্বেগ কাজ করবেই। ফলে তাদেরকে সুন্দর করে বিষয়টি উপস্থাপন করাটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার উপর আস্থার জায়গাটা তৈরি করতে হবে।
প্রিয়জনকে পরিচয় করিয়ে দিন
আপনার বাবা-মায়ের আস্থা তৈরির জন্য প্রিয় মানুষটিকে তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারেন। কীভাবে তাকে তাদের সামনে উপস্থাপন করবেন, বিষয়টি পরিকল্পনা করুন। এ নিয়ে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে পরামর্শ করে নেয়াটা উচিত হবে। সামনাসামনি দেখা বা কথাবার্তার মধ্যে সুন্দরভাবে বিষয়টি গ্রহণযোগ্য করতে তুলতে পারলে আপনি তো জিতেই গেলেন।
কোনোভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নয়
মা-বাবাকে বোঝাতে সমর্থ্য না হয়ে অনেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলে। আবেগবশত এমন কোনো কাজ করা যাবে না, যাতে নিজের বা নিজের পরিবারের কোনো ক্ষতি হয়। মা-বাবাকে বোঝানো সম্ভব না হলে পরিবারের অন্যান্য সদস্যদের রাজি করান। মা-বাবার উপর যার প্রভাব বেশি বা তারা যাকে বেশি ভালোবাসেন তার সহায়তা নিন।