• ঢাকা
  • বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং
ভাঙ্গা-রাজশাহী পথে আগামীকাল থেকে আন্ত:নগর ট্রেন ‘মধুমতি’ চলাচল শুরু হচ্ছে

ফাইল ছবি

ভাঙ্গা-রাজশাহী পথে শুক্রবার (৩০ অক্টোবর) থেকে আন্ত:নগর ট্রেন ‘মধুমতি’ চলাচল শুরু হচ্ছে। আগে এ ট্রেনটি চলতো গোয়ালন্দ-রাজশাহী পথে। তবে ‘যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার জন্য’ আজ থেকে ট্রেনটি নতুন এ রুটে চলবে।

ট্রেনটি সকাল ৮টায় রাজশাহী স্টেশন থেকে ছেড়ে রাজবাড়ির পাচুরিয়া থেকে ফরিদপুর হয়ে ভাঙ্গায় পৌঁছবে দুপুর দুইটার দিকে। এরপর ২টা ২৫ মিনিটে ট্রেনটি ভাঙ্গা থেকে ছেড়ে পুকুরিয়া, তালমা, ফরিদপুর, আমিরাবাদ, পাচুড়িয়া ও রাজবাড়ী হয়ে রাজশাহী চলে যাবে। তবে সাপ্তাহিক ছুটি হিসেবে বৃহস্পতিবার এ ট্রেনটির চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিম অঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারেন্টেড মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক পত্র থেকে এ তথ্য জানা গেছে।

রাজবাড়ী স্টেশন মাস্টার তন্ময় দত্ত বলেন, আগে আন্ত:নগর ট্রেন ‘মধুমতি’ রাজশাহী-গোয়ালন্দ রুটে চলাচল করতো। এখন রাজবাড়ী-গোয়ালন্দ পথে সার্টল ট্রেন যুক্ত করা হবে। মধুমতির সাথে সময় মিলিয়ে রাজবাড়ী-গোয়ালন্দ রুটে এ সাটল ট্রেনটি চলবে যাতে রাজবাড়ীতে ‘মধুমতি’ ট্রেন আসার আগেই গোয়ালন্দের যাত্রীরা রাজবাড়ীতে পৌঁছাতে পারেন। সুত্র ঃ অধিকার

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।