• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত গবাদিপশুর  গো-খাদ্য বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার 

সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে সুনামগঞ্জ সদর উপজেলায় অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের গবাদিপশুর জন্য গো-খাদ্য বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে সদর উপজেলা নয়টি ইউনিয়ন ও পৌর শহরের ক্ষতিগ্রস্ত ১৩৫জন ক্ষতিগ্রস্ত  গবাদি পশুর মালিকদের প্রত্যেককে ১oকেজি করে এসব গো-খাদ্য তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড.আবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আব্দুল আওয়াল ভূইয়া এবং সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গরা।

গো-খাদ্য বিতরণকালে নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা বলেন অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ সদর উপজেলার গ্রামগুলি  বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অসহায় মানুষগুলি তাদের গবাদিপশুর খাদ্য সংকটে রয়েছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত গবাদি পশুর গো-খাদ্য ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণ করছি। এবং ক্ষতিগ্রস্তদের সঠিক তালিকা করে এসব গো-খাদ্য বিতরণ করার আশাবাদ ব্যাক্ত করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।