করোনার এই দুর্যোগ মুহূর্তে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর কৃষক সমিতির সদস্যের মধ্যে আজ বুধবার সকালে বিআরডিবি’র চেয়ারম্যান সাইফুদ দৌলা তরুণের সভাপতিত্বে উক্ত ঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত কৃষকদের মাঝে ঋনের চেক বিতরণের প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও কুষ্টিয়া শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমার আতা। প্রধান অতিথি কৃষকদের মাঝে ঋনের চেক বিতরণের সময় বলেন
করোনার এই মহামারীর কথা চিন্তা করে
হাটশ হরিপুর কৃষক সমিতির সদস্যরা যেন কৃষি খাতের উৎপাদন থেকে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই আজ কৃষকদের মাঝে এই ঋণের চেক বিতরণ প্রদান করা হয়। তিনি আরো বলেন, BRDB এর আওতায় সামাজিক দূরত্ব বজায় রেখে স্বল্প পরিসরে কৃষকের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।
উক্ত ঋণের চেক বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, বিআরডিবি’র RDO মেহেদী আক্তার। স্বল্প পরিসরের এই চেক বিতরণ অনুষ্ঠানটি শেষ হয়।