তারাই ভাস্কর্য বিরোধী, যাদের মনে পাকিস্তান : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, একটি চক্র যাদের মনে পেয়ারে পাকিস্তান তারা না বুঝে ইসলাম না বুঝে সংস্কৃতি না আছে দেশ প্রেম। এখন তারাই শুরু করেছে ভাস্কর্য বিরোধী।
রবিবার দুপুরে মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, মূল কথা হলো বাংলাদেশের এগিয়ে যাওয়া রোধে বারবার চেষ্টা হয় তাও আবার ইসলামকে অপব্যবহার করে। আজকে বাংলাদেশে ইসলাম ধর্মের প্রসার আরো বেড়েছে। পবিত্র কোরআনে বলা আছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করতে। যারা বলছে ধর্ম নষ্ট হচ্ছে, তারা এতিমের টাকা আত্মসাতকারীদের সমর্থনপুষ্ট। যা ইসলামে সম্পূর্নভাবে নিষেধ রয়েছে।