গুরুতর অসুস্থ ঋষি কাপুর বুধবার মধ্যরাতেই ভর্তি করতে হল হাসপাতালে তাঁর অসুস্থতার খবর জানিয়েছেন রণধীর কাপুর হাসপাতালে ঋষির সঙ্গে আছেন স্ত্রী নিতু গুরুতর অসুস্থ বিশিষ্ট বলিউড অভিনেতা ঋষি কাপুর।
বুধবার মধ্যরাতে তাঁকে মুম্বই-এর স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অসুস্থ হওয়ার খবরটি সংবাদমাধ্যমকে জানান তাঁর ভাই তথা আরেক বলিউড অভিনেতা রণধীর কাপুর।
এক সর্বাভারতীয় সংবাদমাধ্যমকে রণধীর কাপুর জানিয়েছেন, তাঁর ভাই-এর অবস্থা মোটেই ভালো নয়। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। সেখানে তাঁর পাশে রয়েছেন ঋষির স্ত্রী নিতু কাপুর।
এর আগে ঋষি কাপুর ক্যান্সার আক্রান্ত হয়েছিলেন। তবে প্রায় এক বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে থেকে সেই রোগের চিকিৎসা করিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বর মাসেই ভারতে ফিরেছিলেন বলিউডের সবচেয়ে বিখ্যাত পরিবারের অন্য়তম এই সদস্য।
বুধবারই, ক্যান্সার কেড়ে নিয়েছে অভিনেতা ইরফান খান-কে। সেই শোক কাটতে সময় লাগবে ভারতের অভিনেতা, কলা-কুশলী তথা সিনেমাপ্রেমীদের। তারমধ্যেই ঋষি কাপুর-এর অসুস্থতার খবরে উদ্বিগ্ন সিনে মহল।