চাউলের সর্বোচ্চ দাম বেঁধে দিল সরকার, অন্যথায় সরুচাল আমদানি
এবার চালের দাম বেঁধে দিল সরকার। উৎকৃষ্টমানের মিনিকেট চাল (মিলগেট মূল্য) প্রতি ৫০ কেজি বস্তার মূল্য ২ হাজার ৫৭৫ টাকা এবং মাঝারি মানের চাল প্রতি ৫০ কেজি বস্তার মূল্য ২ হাজার ২৫০ টাকা নির্ধারণ- করে দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার খাদ্য ভবনের সম্মেলন কক্ষে মচালকল মালিক ও চাল ব্যবসায়ীদের সঙ্গে সাড়ে ৩ ঘণ্টা বৈঠক শেষ করে আবারও কয়েকজন চাল ব্যবসায়ীদের সঙ্গে একান্ত বৈঠকের পর খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার চালের এই দাম নির্ধারণ করে দেন।
চাল ব্যবসায়ীরা এই দামে চাল বিক্রি না করলে আগামী ১০ দিনের মধ্যে সরু চাল আমদানি করা হবে বলেও জানান খাদ্যমন্ত্রী